২১
এর ব্রিগেট ত্রিফলা নির্বাচনের আগে বাম- কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য রবিবারের ব্রিগেট সমাবেশ অনেকটা লিটমাস টেস্টের মতো। বুদ্ধবাবুর বার্তা নিয়েই ময়দানে নামছে বামফ্রন্ট।অপরদিকে , যৌথ ব্রিগেডে এই প্রথম বক্তব্য রাখবেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। চোখ রয়েছে পীরজাদা আব্বাস সিদ্দিকীর দিকেও। একদিকে যেমন টুম্পা ফ্লাশ মবের মত নতুনত্ব প্রচার আর অন্যদিকে, শিক্ষাক্রম সংস্কারের দাবি এদিনের ব্রিগেডকে অন্যমাত্রা দেবে বলে আশাবাদী নেতৃত্ব।

হয়তো সশরীরে উপস্থিত থাকতে না পারলেও পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে ইতিমধ্যে কর্মী-সমর্থকদের জন্য বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।অতীতে অসুস্থ জ্যোতি বসু ব্রিগেডে হতে না পারলেও তার রেকর্ড করা ভাষণ শোনান হয়েছিল। ভগ্নস্বাস্থ্য বুদ্ধদেবের পক্ষে ভার্চুয়াল ভাষণ এখন প্রায় অসম্ভব। এদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসে এই প্রথম যৌথ ক্রিকেটে থাকছেন বাম কংগ্রেস।

রবিবার সমাবেশে বক্তা সংখ্যা ১০। জানা গিয়েছে এদিন বামফ্রন্টের পক্ষ থেকে বক্তব্য রাখবেন CPIM এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, CPI -এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজা, CPIM এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পলিটব্যুরো সদস্য মোঃ সেলিম। শরিক দলগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখতে পারেন দেবব্রত বিশ্বাস, নরেন চট্টোপাধ্যায়। তারুণ্যের উপর ভরসা রাখলেও কোন ছাত্র-যুব নেতার নাম অবশ্য বক্তার তালিকায় নেই।


অপরদিকে পাহাড় থেকে সাগর সব জেলার সব থেকে লোক আনতে মরিয়া বামেরা। শক্তি দেখাতে কংগ্রেস চাইছে সব জেলা থেকে কর্মীদের হাজির করতে। কংগ্রেসের তরফে হাওড়া মধ্য কলকাতার বেশ কিছু ধর্মশালা, হোটেল বুক করা হয়েছে। বুক করা হয়েছে বহু কমিউনিটি সেন্টার। দূর দূরান্ত থেকে আসা এই সমর্থকদের জন্য তিনবার খাদ্যের বন্দোবস্ত করা হয়েছে। খাবার হিসেবে থাকবে রুটি সবজি প্যাকেট। সমর্থকদের ঘরে ঘরে তৈরি হচ্ছে এই রুটি। বিভিন্ন জেলায় জেলায় বাড়ি বাড়ি ঘুরে শুকনো খাবার সংগ্রহ করেছেন কর্মীরা। জিকিরে আসবে মানুষের পাঠানো মুড়ি, চানাচুর, লাড্ডু।মৃতদের শুনতে এসে কেউ যেন অভুক্ত না থাকে সে দিকেও নজর দিতে চান বামেরা।

হাতে গড়া রুটি তরকারি প্রস্তুত হচ্ছে দূরদূরান্ত থেকে ব্রিগেডে আসা কমরেডদের জন্য .. #PeoplesBrigade লাল সেলাম সকল মায়েদের ..✊

Posted by Md Salim মহঃ সেলিম on Saturday, 27 February 2021
অপরদিকে,সোশ্যাল মিডিয়াতেও চলছে জোড় কদমে প্রচার।ব্রিগেডের স্মৃতি থেকে শুরু করে ছাত্র-যুবকদের দাবি-দাওয়া তুলে ধরা হচ্ছে ভিডিও ক্লিপের মাধ্যমে। ব্রিগেড মঞ্চ থেকে গান গাইতে শোনা যাবে শিল্পী ডক্টর সৌমিক দাস কে।ব্রিগেডে উপস্থিত থাকার কথা জানিয়েছেন অভিনেত্রী রাহুল বন্দ্যোপাধ্যায় বাদশা মৈত্র, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, সৌরভ পালোধি। থাকবেন পরিচালক অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন